Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতাশায় আল-কুরআনের ১০ আয়াত

মোহাম্মদ আবদুল অদুদ | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২০ পিএম

জীবনে অনেক সময় আমরা নানা কারণে হতাশ হই।তখন উৎসাহ হারিয়ে ফেলি। নিজেকে চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয় তখন।
ওই মুহূর্তে আমরা এমন আশ্রয় খুঁজি, যার কাছে আমরা পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এসময় মহান আল্লাহ ছাড়া আর কোনো উত্তম আশ্রয় নেই, যিনিই একমাত্র যাবতীয় সমস্যা সমাধান করতে পারেন।
এখানে পবিত্র কুরআন থেকে অনুপ্রেরণামূলক ১০টি আয়াত উল্লেখ করা হলো, যা যে কারো হতাশা দূর করে তাকে সামনে চলতে উৎসাহ দেবে। বাছাইকরা এমন আয়াতগুলো তুলে ধরা হলো।

এক. এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনও তাদের উপর আযাব দেবেন না। (সূরা আল-আনফাল, আয়াত: ৩৩)
এ আয়াত দ্বারা বুঝতে পারি, বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়তে পারে না। সকল মুহূর্তের জন্য আল্লাহ তার সহায় হয়ে থাকবেন।

দুই. তিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তারই কাছে সকলকে ফিরতে হবে। (সূরা তাগাবুন, আয়াত: ৩)
এখানে আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে তৈরি ও তার কাছেই নিশ্চিত ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন।
আল্লাহ তার যে সৃষ্টিকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন, তাকে সৃষ্টি করেই তিনি ছেড়ে দেননি। পাশাপাশি তার উপর সর্বদা খেয়াল রাখছেন। সকল মানুষকেই তার কাছে ফিরে যেতে হবে। সুতরাং, আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন।
তিন. আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে তিনিই যথেষ্ট। (সূরা তালাক, আয়াত: ২-৩)
আল্লাহ তার উপর নির্ভরকারী ব্যক্তিতে এ আয়াতে সুসংবাদ দিচ্ছেন যে, তার জন্য তিনিই যথেষ্ট। বান্দা যখন এক আল্লাহর উপর নির্ভর করতে পারে, তখন দুনিয়ার সকল আপদ-বিপদ, দুশ্চিন্তা থেকে সে নিশ্চিন্ত হয়ে যায়।
চার. আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। (সূরা আরাফ, আয়াত: ১৫৬)
আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি যেমন প্রতিমুহূর্তে খেয়াল রাখছেন, তেমনি প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন। সুতরাং, মানুষের হতাশার কোনো কারণই থাকতে পারে না।
পাঁচ. যা তোমার পালনকর্তা বলেন, তাই হচ্ছে যথার্থ সত্য। কাজেই তোমরা সংশয়বাদী হইও না। (সূরা আলে ইমরান, আয়াত: ৬০)
আল্লাহর চেয়ে অধিক জ্ঞানী আর কেউ হতে পারে না। সুতরাং যে ব্যক্তি তার উপর নির্ভর করতে পারে, তার জীবনে সাফল্যের অনিশ্চয়তার কোনো শঙ্কা থাকতে পারে না।
ছয়. আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। (সূরা বাকারা, আয়াত: ২৮৬)
মানুষকে আল্লাহপাক যে পরিস্থিতিতেই রাখুন না কেন, মানুষ যদি সহনশীলতার সাথে সামনে অগ্রসর হয়, তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

সাত. নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। (সূরা আলাম নাশরাহ, আয়াত: ৬)
মানুষের জীবন একাধারে দুঃখের আধার নয়, সার্বক্ষণিক সুখেরও নয়। জীবনে যেমন দুঃখ আছে, তেমনি সুখও আছে। কষ্টের পাশাপাশি স্বস্তিরও অনেক মুহূর্ত আসে জীবনে। জীবনে চূড়ান্ত হতাশার কিছুই নেই।
আট. উত্তম কাজ করো। আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। (সূরা বাকারা, আয়াত: ১৯৫)
আল্লাহ এখানে মানুষকে সর্বদা উত্তম কাজে নিজেদের ব্যস্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবে, আল্লাহও তাকে ভালোবাসবেন।
নয়. অতপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। (সূরা যিলযাল, আয়াত: ৬-৭)
মানুষ যে কাজই করুক না কেন, তা কখনোই ব্যর্থ হতে পারে না। যত ছোট কাজই হোক, তার প্রতিদান সে পাবে। সুতরাং, তার হতাশার কোনো কারণ নেই।
দশ. বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর যুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা যুমার, আয়াত: ৫৩)
আল্লাহর ক্ষমাশীলতার মহাসমুদ্রের প্রমাণ এ আয়াত। আল্লাহ এখানে বান্দাকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহর কাছে যদি সঠিকভাবে কেউ ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করে তার রহমতের চাদরের নিচে আশ্রয় দেন।
সূত্র : দ্যা মুসলিম ভাইব



 

Show all comments
  • Ay Sha ১৭ অক্টোবর, ২০২২, ১২:১২ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ????
    Total Reply(0) Reply
  • Ay Sha ১৭ অক্টোবর, ২০২২, ১২:১২ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ????
    Total Reply(0) Reply
  • আরমান ১৯ আগস্ট, ২০২০, ৫:১৬ পিএম says : 0
    এ আয়াত গুলি কি প্রমাণ করেনা যে আল্লাহ কত দয়ালু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী এগুলো,,অন্যের উপর ভরসা না করে সর্বদা আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ সব সমস্যা সমাধান করে দিবেন,,,গুরুত্বপুর্ণ আয়াত গুলি একসাথে তু্লে ধরার জন্য ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • md abdul alim ১৫ অক্টোবর, ২০২০, ৩:৩৪ পিএম says : 0
    Thanks
    Total Reply(0) Reply
  • আনুয়ার হোসেন ২৫ নভেম্বর, ২০২০, ১০:১৩ পিএম says : 1
    আমি খুব হতাশায় ভুগছিলাম, এই গুলি পড়ে মনের ভিতর খুব শান্তি পেলাম
    Total Reply(0) Reply
  • ইলিয়াস ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২৭ পিএম says : 0
    সুন্দর
    Total Reply(0) Reply
  • কবিরুল ইসলাম ১০ মার্চ, ২০২১, ১০:১২ পিএম says : 0
    যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যান আল্লাহ তার জন্য হয়ে যায় এটাই সত্যি।
    Total Reply(0) Reply
  • আবদুল আলীম ২৫ মার্চ, ২০২১, ৫:০৫ এএম says : 0
    হতাশা ভাই এসে যাই যখন কোন বিপদ লম্বা সময় থাকে। তবুও ভরসা আল্লাহর উপর রাখতে হবে।
    Total Reply(0) Reply
  • bdtimeline24 ৪ এপ্রিল, ২০২১, ১০:২৯ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ। পড়ে ভালো লাগলো
    Total Reply(0) Reply
  • মোঃ ফরহাদ মোল্লা ২০ এপ্রিল, ২০২১, ১০:২৫ এএম says : 0
    অালহামদুলিল্লাহ,,,, পরে ভাল লাগলো
    Total Reply(0) Reply
  • মাহামুদুল ইসলাম ২৩ জুলাই, ২০২১, ৭:৪৫ পিএম says : 0
    অনেক ভালো লাগলো
    Total Reply(0) Reply
  • ইমরান ২৭ আগস্ট, ২০২১, ১১:১৩ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • মহিউদ্দীন ৮ নভেম্বর, ২০২১, ১০:১৪ পিএম says : 0
    আমি আর্থিক ভাবে খুবই সমস্যায় আছি
    Total Reply(0) Reply
  • SHAMIM HOSSAIN NAYAN ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৮:২২ পিএম says : 0
    পড়ে ভাল লাগল।।।।আল্লাহ ভরসা
    Total Reply(0) Reply
  • Byzed sadi ১৩ মে, ২০২২, ৭:০৬ পিএম says : 0
    Masaallah ????
    Total Reply(0) Reply
  • Byzed sadi ১৩ মে, ২০২২, ৭:০৬ পিএম says : 0
    মাশাআল্লাহ ❤️। অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল কুরান

১৬ ফেব্রুয়ারি, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ