Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে যুবদলের বিভাগীয় প্রতিনিধি দলের মতবিনিময় ও আলোচনা সভা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর বিভাগীয় প্রতিনিধি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের হুসনেহেনা মজ্ঞিল চত্বরে ফরিদপুর বিভাগীয় যুবদলের আয়োজনে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আবু সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক মাসুদ আহমেদ মিলন, কামাল আনোয়ার, সরোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ দিপু, আরিফুজ্জামান প্রমুখ। এসময় ফরিদপুর বিভাগের জেলা যুবদল ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নেতাকর্মিদের আরো বেশী জোরদার আন্দোলনে ভূমিকা রাখার আহবান জানান।
এরআগে মাহবুবুল হাসান পিংকু কেন্দ্রীয় যুবদলের ফরিদপুর বিভাগীয় সহসভাপতি নির্বাচিত হওয়ায় যুবদলের নেতাকর্মিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ