Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক ও ট্রাকসহ আটক ২

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সিরাজগঞ্জে সলঙ্গায় অভিযান চালিয়ে ৬৩ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। আটককৃতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় মহাজিদপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (২৬) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের বয়াতুল্লার ছেলে মোঃ মমিনুল ইসলাম (৩০)।
গত শুক্রবার দিনগত রাত ১২টার দিকে জেলার সরঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মাদক ও ট্রাকসহ ঐ দুইজনকে আটক করা হয়। র‌্যাব-১২ হেড কোয়ার্টারের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম এম এইচ ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক দুইজন ওই ট্রাকের চালক ও হেলপার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ