Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বসন্ত সকলের জীবনে কল্যাণ বয়ে আনুক’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুচক্রে আবর্তিত হয়ে এসেছে বসন্ত। ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্তকে বরণে প্রকৃতি সেজেছে অপরুপ রুপে। পার্লামেন্ট মেম্বারস ক্লাব বসন্তকে বরণ করে নিচ্ছে। বসন্ত সকলের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসুক। গতকাল শনিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় স্পীকার বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম তাজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো, ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বসন্ত বরণ উদযাপন কমিটির আহবায়ক অপরাজিতা হক এমপি, জাতীয় সংসদের হুইপবৃন্দসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বসন্ত

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২১
১৫ ফেব্রুয়ারি, ২০১৯
১৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ