Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে বসন্ত উৎসব

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩৫ পিএম

ঋতুরাজ বসন্ত উৎসব হয় যশোরে। পৌরপার্ক নতুনভাবে সাজে। লাল হলুদের সমাহার ঘটে। ফুলে ফুলে একাকার হয় উৎসব চত্বর।

শহরের মোড়ে মোড়ে উৎসবে মেতে ওঠে তরুণ-তরুণীরা। হলুদরাঙা জামা কাপড় পড়ে ও মেয়েরা খোঁপায় হলুদ গোলাপ গুজে অপরূপ রুপে সাজে। সবার মধ্যে বসন্ত উৎসবের আনন্দ। একইসাথে ভালোবাসা দিবস হওয়ায় দিনটিতে উচ্ছ্বাস আনন্দ করে সবাই নানাভাবে। ফাল্গুনীর বাতাসে মন যেন দোলা দিয়ে ওঠে। ‘ফুল ফুটুক আর না ফুটুক’ রোববার প্রকৃতির ঋতুরাজ বসন্ত সামগ্রিক পরিবেশ মাতিয়ে তোলে।

যশোরের ফুলের রাজ্যে গত কয়েকদিন ধরে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে ঘিরে নানা রঙের ফুল বেচাকেনা হয়। রোববারও ব্যাপক ফুল বিক্রি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ