Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রহস্যময় ভৌতিক জনগোষ্ঠীর সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

প্রাচীন মানুষের এক রহস্যময় জনগোষ্ঠী প্রায় পাঁচ লাখ বছর আগে পশ্চিম আফ্রিকাতে বসবাস করতো। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, তাদের জিন আজও মানুষের শরীরে রয়েছে। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, নিয়ান্ডারথালস ফ্যামিলি ট্রি থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে এই ‘প্রাচীন ভৌতিক জনগোষ্ঠী’ আধুনিক মানব থেকে বিচ্যুত হয়েছিল। খবর সিএনএনের। লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউসিএলএ) গবেষকরা বলছেন, এই বিভাজনটি তিন লাখ ৬০ হাজার থেকে ১০ লাখ বছর আগে হয়েছিল। প্রজননশাস্ত্রবিদ অরুণ দুর্বাসুলা এবং শ্রীরাম শংকররমণ লিখেছেন, আধুনিক প্রাচীন ইউরোপীয়দের প‚র্বপুরুষদের সঙ্গে যেমন নিয়ান্ডারথাল ছিল তেমনি আধুনিক আফ্রিকানদের প‚র্বপুরুষদের ছিল এই প্রাচীন মানুষ। তারা বলছেন, আধুনিক পশ্চিম আফ্রিকানদের বংশগত জিনের ২ থেকে ১৯ শতাংশের মধ্যে এই প্রাচীন জনগোষ্ঠীর ডিএনএ মধ্যে রয়েছে। গবেষণায় দেখা গেছে, আধুনিক ইউরোপীয় জনগোষ্ঠীর মধ্যে নিয়ান্ডারথাল এবং মহাসাগরীয় জনগোষ্ঠীর মধ্যে ডেনিসভান ডিএনএ’র অস্তিত্ব রয়েছে। ইউসিএলএ’র গবেষকরা বলছেন যে ‘যদিও বিভিন্ন গবেষণায় ডিপ লিনিয়েজ থেকে বর্তমান আফ্রিকানদের বংশধরদের সম্পর্কে জানা যায়, তবে এগুলোর প্রকৃতি খুব একটা বোঝা যায়নি। আফ্রিকার বিরল জীবাশ্মের রেকর্ড এবং প্রাচীন ডিএনএ প্রাপ্তিতে অসুবিধার কারণে এমনটা হয়েছে। ইউসিএলএ’র বিজ্ঞানীরা আধুনিক ডিএনএতে কম্পিউটার মডেলিংয়ের কৌশল ব্যবহার করে হোমিনিন জাতিগোষ্ঠীর ‘ভ‚ত’ খুঁজে পেতে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে সক্ষম হয়েছেন। তারা তিনটি দেশ- নাইজেরিয়া, সিয়েরা লিওন ও গাম্বিয়ায় বসবাসকারী পশ্চিম আফ্রিকার চারটি জনগোষ্ঠীর ‘প্রাচীন বংশধরদের জিনোম মানচিত্র’ তৈরি করেছেন। লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের বায়োআর্কিওলজিস্ট অধ্যাপক জোয়েল ডি আইরিশ সিএনএনকে বলেন, সম্ভবত প্রাচীন মানবদের ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী ছিল। আমি মনে করি এক সময়, সব ধরনের জনগোষ্ঠী ছিল। কিন্তু জেনেটিক্স পার্থক্যের তাদের চেহারা ভিন্ন ভিন্ন ছিল। অধ্যাপক আইরিশ বলেন, ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপনের দিকে ঝুঁকেছিল। আমরা এই ‘ভৌতিক’ জনগোষ্ঠী সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবো। স্টোন এজ হমিনিন্সের হাড় থেকে প্রথম জিনোমগুলো বের করার পর, ২০১০ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে ইউরোপীয়, এশীয় ও আমেরিকানদের প্রাথমিক প‚র্বপুরুষ নিয়ান্ডারথাল। গত মাসে প্রিন্সটনের লুইস-সিগলার ইন্সটিটিউট ফর ইন্টিগ্রেটিভ জিনোমিক্সের গবেষকরা জানান যে, তারা প্রথমবারের মতো আফ্রিকানদের প‚র্বপুরুষের মধ্যে নিয়ান্ডারথালদের অস্তিত্ব শনাক্ত করেছেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ধান

২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ