Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাডেমিক কাউন্সিল বর্জনের আহ্বান আন্দোলনকারী শিক্ষকদের

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩৯ পিএম

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিল সভা বর্জনের আহ্বান জানিয়েছে আন্দোলনকারী শিক্ষকদের সংগঠন ‘সম্মিলিত শিক্ষক সমাজ’।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তারা।

এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে অধিকতর উন্নয়ন প্রকল্পসহ বিশ্ববিদ্যালয়ের চলমান অন্যান্য প্রকল্পে দুর্নীতি সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। আমরা এর নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সুষ্ঠ সুরাহা করার জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছি। কিন্তু কোন তদন্ত কমিটি গঠনের উদ্যেগ চোখে পড়েনি।এমন অবস্থায় আগামী কালের একাডেমিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করার কোন প্রকার নৈতিক ভিত্তি উপাচার্যের আছে বলে আমরা মনে করিনা। তাই উদ্ভূত পরিস্থিতিতে উপ-উপাচার্য শিক্ষা অথবা প্রশাসন এর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ