Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাফার্জহোলসিম - রেকিট বেনকিজার চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:২১ পিএম

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় লাফার্জহোলসিম বাংলাদেশ এর করপোরেট অফিসে একটি চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, এখন থেকে রেকিট বেনিকিজার বর্জ্য ব্যবস্থাপনার জন্য লাফার্জহোলসিম এর বর্জ্য ব্যবস্থপানা প্রকল্প জিওসাইকেল এর সেবা নিবে। লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি রাজেশ সুরানা এবং রেকিট বেনকিজার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্তা নিজ নিজ কোম্পানি’র পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি রাজেশ সুরানা বলেন, বাংলাদেশে শিল্প ও দ্রæত নগরায়নের ফলে প্রচুর পরিমানে বর্জ্য উৎপন্ন হয়, সেই তুলনায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা অত্যন্ত সীমিত। সুনামগঞ্জের ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্টে জিওসাইকেল প্রকল্পের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা লাফার্জহোলসিম বাংলাদেশের রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান হিসেবে ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে জিওসাইকেল।

রেকিট বেনিকিজার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশাল গুপ্তা বলেন, রেকিট বেনকিজার সামাজিকভাবে একটি দায়বদ্ধ প্রতিষ্ঠান, লাফার্জহোলসিম বাংলাদেশ এর জিওসাইকেল এর বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা গ্রহণের মাধ্যমে সবুজ পৃথিবী গড়ার দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। জিওসাইকেল প্রকল্পের মাধ্যমে আমাদের এই লক্ষ্য পূরণে আমরা আশাবাদী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ এর চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া, চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইকবাল চৌধুরী, লিগ্যাল ও হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর কাজী মিজানুর রহমান, সেলস ও মার্কেটিং ডিরেক্টর গাজী মাহফুজুর রহমান, প্রকিওরমেন্ট ও লজিস্টিকস ডিরেক্টর লাকমাল সুরানজান ফনসেকা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (জিওসাইকেল) হাসনাত নূর চৌধুরী এবং রেকিট বেনকিজার বাংলাদেশ এর ফিন্যান্স ডিরেক্টর সৌরভ মিত্র এবং হেড অব সাপ্লাই মোহাম্মদ জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ