মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল শুক্রবার সন্ধ্যায় তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলে বিমান হামলা না চালাতে বার বার রাশিয়াকে সতর্ক করে দিয়েছে তুর্কি প্রশাসন। এরপরও সেখানে বিমান হামলা চালানো হলো। এতে মস্কো ও আঙ্কারার মধ্যে সর্বোচ্চ উত্তেজনার সৃষ্টি হতে পারে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাসদার নিউজ সূত্রে জানা গেছে, তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে সংগঠনটির বেশ কয়েকটি ঘাঁটি লন্ডভন্ড হয়ে গেছে।
স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো শহরের পশ্চিম দিকে ও ইদলিবের উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে এইচটিএসের ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।
স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো শহরের পশ্চিম দিকে ও ইদলিবের উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে এইচটিএসের ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।
প্রসঙ্গত, সিরিয়া ইস্যুতে মুখোমুখি অবস্থানে রয়েছে তুরস্ক ও রাশিয়া। একদিকে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে তুরস্ক। অন্যদিকে সিরিয়ার সরকারিবাহিনীর সমর্থনে রয়েছে রাশিয়া। গত কয়েকদিন ধরে এই দুপক্ষের মধ্যে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।