বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি। মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে প্রবেশের সময় পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি পন্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন সরদার। সমাবেশে বক্তরা বলেন, খালেদা জিয়া অসুস্থ, তাকে দ্রুততম সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার নিন্দাও জানান বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।