পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা মো. আবদুল লতিফ নেজামী ভারতের আসাম রাজ্যে সরকারি মাদরাসা ও সংস্কৃতি কেন্দ্রগুলো বন্ধ করে দেয়ার হুমকিকে ভারতীয় আইনের শাসন, মানবাধিকার এবং ধর্মনিপেক্ষতার ইতিহাসে এক মহাকলঙ্ক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সব ধর্মের মানুষের শিক্ষা সংস্কৃকিকে নিরাপদ রাখার কথা বলা হয়েছে।
তিনি এক বিবৃতিতে বলেন, আসামে প্রায় আড়াই শ’ বছর ধরে সরকারিভাবে পরিচালিত মাদরাসা শিক্ষা বন্ধের হুমকি রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কেননা আসামে ১৭৮০ সাল থেকে সরকারিভাবে মাদরাসা শিক্ষা পরিচালিত হয়ে আসছে।
তিনি বর্তমানে চরম নৈতিক অবক্ষয় ও মুমূর্ষ মানবতাকে রক্ষায় মাদরাসা শিক্ষার গুরুত্বের কথা উলেখ করে বলেন, মাদরাসা শিক্ষা মুসলিম জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, ইতিহাস ঐতিহ্য, তাহযিব-তমদ্দুনের চেতনাকে সঞ্জীবিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি মাদরাসা শিক্ষা বন্ধের ষড়যন্ত্র থেকে ফিরে আসার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।