Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত

কুমিল্লায় হাফেজ কল্যাণ সমিতি

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

শিক্ষানীতিতে মাদরাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব এবং দেশে অধিক পরিমাণে মাদরাসা প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অনুমোদন ও সহযোগিতার কথা উল্লেখ করে জাতীয় হাফেজ কল্যাণ সমিতির সম্মেলনে বক্তারা বলেছেন, বাংলাদেশে বর্তমানে আগের চেয়ে মাদরাসা শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। তাই মাদরাসা শিক্ষা যাতে কোনভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, এজন্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। দেশের উন্নয়নের অগ্রগতিতে মাদরাসাগুলোর ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সর্বোপরি পবিত্র কোরআনের হাফেজগণের প্রতি আমাদের অবশ্যই সম্মান শ্রদ্ধাবোধ থাকতে হবে। হাফেজদের জীবনযাত্রার মানোন্নয়ন, হাফেজিয়া মাদরাসার শিক্ষক, কর্মচারিদের কথাও আমাদের ভাবতে হবে। গতকাল শনিবার কুমিল্লা টাউনহল মিলনায়তনে হাফেজ কল্যাণ সমিতির ১১তম জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. মীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফেজ মাওলানা রুহুল আমিন, সদর দক্ষিণ উপজেলা ভাইসচেয়ারম্যান আবদুল হাই বাবলু প্রমুখ। অনুষ্ঠানে হাফেজ ক্বারি মাওলানা জহিরুল ইসলাম ও হাফেজ মাওলানা আমিন উল্লাহকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজের সম্মাননা, হাফেজ আবদুল্লাহ আল মামুনকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিফজখানা প্রধানশিক্ষক ও মরহুম হাফেজ মাওলানা মুনির আহমদকে অধিক হাফেজ সন্তানের শ্রেষ্ঠ পিতার মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ