পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় শোক দিবস ১৫ আগস্টে সরকারি ছুটির দিনে অ্যাডহক কমিটি করে প্রজ্ঞাপন জারির ঘটনায় ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রার। গতকাল বুধবার সশরীরে হাইকোর্টে হাজির হয়ে এ ক্ষমা প্রার্থনা করেন। তারা হলেন, মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ এবং রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান। লিখিত আবেদনে তারা বলেন, আমরা ভবিষ্যতে আরও সতর্ক থাকব। পরবর্তীতে এমন ভুল আর হবে না। এর আগে ১৯ সেপ্টেম্বর ওই ঘটনায় মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেছিলেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ তাদের তলব করেছিলেন। এরই ধারাবাহিতায় তারা সশরীরে আদালতে হাজির হন।
গত ১৫ আগস্ট মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিস্ট্রারের স্বাক্ষরে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল শালিখা দাখিল মাদরাসার সভাপতি মনোনয়নসহ চার সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় শোক দিবসে প্রজ্ঞাপন জারি করে কমিটির অনুমোদন দেয়ায় সেই মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক ওই প্রজ্ঞাপন জারির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।