পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দ্বীন প্রতিষ্ঠিত না থাকায় সর্বত্র অশান্তি বিরাজ করছে। বর্তমান সরকার রাজনীতিকে মাফিয়া তন্ত্রে পরিণত করেছেন।
সন্ত্রাস দুর্নীতি মহামারী আকার ধারন করেছে। দ্বীন প্রতিষ্ঠায় ইউনিয়ন প্রতিনিধিদের ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলহাজ সৈয়দ আলী মোস্তাফার সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ সুলতান আহমদ খান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
মুফ্তি ফয়জুল করিম বলেন, বর্তমান সরকারের মাধ্যমে কোন সুষ্ঠ নির্বাচন আশা করা যায় না। তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বলেন, আগামী ইউপি নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং সিইসি কে পদত্যাগ করতে হবে।
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা জেলার ইউনিয়ন প্রতিনিধিদেরকে সজাগ থেকে আগামী ইউপি নির্বাচনে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ভোট ডাকাতদের প্রতিহত করার আহব্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।