পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজই অগ্রসর হতে পারবে না বলে জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান। তিনি বলেন, স্বাস্থ্য ও কল্যাণ পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। ইসলামাবাদে পাকিস্তানের ন্যাশনাল কাউন্সিল অব আর্টসে দেয়া বক্তৃতায় তিনি বলেন, কঠিন সময়গুলোতে তুরস্ক ও পাকিস্তান পরস্পরের পাশে দাঁড়িয়েছে। এছাড়া পাকিস্তানের সামাজিক কল্যাণম‚লক প্রকল্পগুলোর সামনের সারিতে রয়েছে তুরস্ক। এসময় থ্যালাসেমিয়ায় আক্রান্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করতে দেখা গেছে তাকে। স্বামী তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন আমিনা। তিনি বলেন, ভবিষ্যতে প্রতিরোধযোগ্য রোগে যাতে শিশুরা এমনভাবে আক্রান্ত হতে না হয়, তাতে বাকি জীবন তাদের কষ্ট পেতে হয়। অসাধারণ আতিথেয়তার জন্য পাকিস্তানি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন আমিনা। পাকিস্তানিদের এবারই তিনি প্রথম সহায়তা করেননি। এর আগে ২০১৪ সালে তার নামে নামকরণ করা একটি হাসপাতালের উদ্বোধন করেন তিনি। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।