Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাল্টে যাচ্ছে চেহারা নার্সদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসের কারণে আজ চরম বিপর্যয়ে চীন। প্রতিদিনই দেশটিতে বাড়ছে মৃতের সংখ্যা। হাসপাতাল রোগীদের সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। সেবা দিতে দিতে চিকিৎসক-নার্সদের এমন অবস্থা হয়েছে যে তাদের চেহারা চেনাই দায়। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে নিজেদের উজাড় করে দিয়েছেন এসব চিকিৎসক-নার্সরা। তাদের ত্যাগের সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চীনের নার্সদের চেহারা পরিবর্তনের সেরকম কয়েকটি ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পিপলস ডেইলি চায়নার টুইটারে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে মুখের নানান জায়গায় দাগ বসে গিয়েছে। এক নার্সের চোখের নীচে একটি ব্যান্ডেজ দেখা যাচ্ছে। মাস্ক পরেই সম্ভবত সেখানে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। তার জন্যই তিনি ব্যান্ডেজ করে রেখেছেন। দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে আরেক নার্সের নাকের উপর রক্ত জমে থাকতে দেখা যাচ্ছে। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপও স্পষ্ট। টুইটের পোস্টে লেখা হয়েছে, নার্সদের এই লড়াই কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে। তাদের প্রশংসা পাচ্ছেন। এই দেবদ‚তদের সালাম। পিপলস ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ