Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুমতীতে জোয়ার আসবে ঠিকই, কিন্তু বিএনপির আন্দোলনের জোয়ার আসবে না- ওবায়দুল কাদের

কোটালীপাড়া(গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৪৯ পিএম

কেন্দ্রীয় আওয়ামী লগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন-মুজিব বর্ষে আওয়ামী লীগকে আমরা আগাছা মুক্ত করতে চাই। ঘরের মধ্যে ঘর করবেন না। তিনি বলেন,আওয়ামী লীগের নেতা হবে তারা যারা আওয়ামী লীগের দুঃসময়ে ছিল। ঘরের মধ্যে ঘর করবেন না। ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করলে আওয়ামী লীগ কোন ঠাসা হয়ে পড়বে।

তিনি আজ বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন এমপি, আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, মির্জা আজম এমপি, এসএম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমূখ।

দেশের নানা সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, মহান আল্লাহ মুজিবকে সৃষ্টি করেছিলেন স্বাধীনতার জন্য, আর শেখ হাসিনাকে সৃষ্টি করেছেন এ জাতির অর্থনৈতিক মুক্তির জন্য। তিনি বলেন, সাহসীকতা ও সততার জন্য সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করে।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি নেতারা নির্বাচনে ব্যর্থ হয়েছে, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশীদের কাছে নালিশ করে। এর মধ্য দিয়ে তারা দেশকে ছোট করে।

তিনি বলেন, কয়েক মাস পর পরই তারা বলে আন্দোলন করবেন। পরীক্ষার পর আন্দোলন, কোরবানির পর আন্দোলন, রমজানের পর আন্দোলন। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে এক বছর কেটে গেল আন্দোলন আর হয় না। তিনি প্রশ্ন করে বলেন, আন্দোলন কোন বছর হবে? বিএনপির আন্দোলনে ভরা গাঙ্গে জোয়ার আসে না। মধুমতীতে জোয়ার আসবে ঠিকই। কিন্তু বিএনপির আন্দোলনের জোয়ার আসবে না। মির্জা ফখরুল আন্দোলনে হারে, নির্বাচনেও হারে। বেচারা কি আর করবে। হতাশায় আবোল তাবোল বক্তব্য দেন।

তিনি নেতা-কর্মীদেরকে পলিটিক্স করার আহবান জানিয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী, কারাগারের রোজনামচা পড়ার আহবান জানান। তিনি বলেন, বইটি কিনে বালিশের তলায় রেখে দেবেন না। পড়াশোনা করে রাজনীতি করতে হবে।
পরে দ্বিতীয় অধিবেশনে ভবেন্দ্রনাথ বিশ্বাসকে সভাপতি ও মোঃ আয়নাল হোসেন শেখকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ