Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে এসিল্যান্ডকে হুমকি, গ্রেফতার দুই

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৩০ পিএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকে উপজেলা ভূমি কার্যালয়ে এসে হুমকি প্রদান ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলার বহুরিয়া গ্রামের শামসুল হক(৬০) ও তার ছেলে শরিফুল ইসলাম(৩২)কে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। মঙ্গলবার তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এর পূর্বে গত সোমবার মধ্য রাতে উপজেলার যাদবপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. মাসুদুজ্জামান বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ এনে বহুরিয়া গ্রামের নয় জনকে আসামি করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই ওই দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। যাদবপুর ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে উপজেলার বহুরিয়া গ্রামের আবেদ আলী নামের এক ব্যক্তিকে ২০০৯-১০ অর্থবছরে ভূমিহীন হিসেবে বহুরিয়া মৌজার ১নম্বর খাস খতিয়ানের ৪৩৯ দাগের দশমিক ৭০ একর ভূমি বন্দোবস্ত দেন। আবেদ আলী ওই ভূমির দখল বুঝে পেতে গত বছরের ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে উপজেলা ভূমি কার্যালয় গত ২৪ ডিসেম্বর ওই জমি পরিমাপ করে সীমানা নির্ধারণের খুঁটি পুঁতে আবেদ আলীকে ভূমি বুঝিয়ে দেয়। ভূমি কর্মকর্তা/কর্মচারীরা উপজেলা কার্যালয়ে ফিরে আসার আগেই বহুরিয়া গ্রামের মৃত আতাহার আলীর পাঁচ ছেলে জাকির হোসেন, আবদুল মোমেন, আমিন হোসেন, তোজাম্মেল, আঞ্জু মিয়া ও ওই গ্রামের শামসুল হক, শরিফুল ইসলামসহ নয়জন ওই সীমানা খুঁটি তুলে ফেলে। সর্বশেষ গত ২৮ জানুয়ারি ভূমি কার্যালয় ওই ভূমি পুনরায় বুঝিয়ে দিতে গেলে বিবাদীরা বন্দোবস্ত ভূমি পরিমাপে বাধা প্রদান ও দুর্ব্যবহার করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বিবাদী পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ গত সোমবার (১০ ফেব্রুয়ারি)উপজেলা ভূমি কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। গত সোমবার সকাল ১১টার দিকে বিবাদীগণ উপজেলা কার্যালয়ে হাজির হন।

বিবাদীদেরকে তাদের কাগজপত্র দেখাতে বললে ওই সময় তারা ক্ষিপ্ত হয়ে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, সার্ভেয়ার মো. হযরত আলী ও যাদবপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাসুদুজ্জামানসহ কার্যালয়ের সবাইকে অশ্লীল ভাষায় গালিগালাজের এক পর্যায়ে তাদেরকে (কর্মকর্তা) ওই ভূমিতে গেলে মেরে ফেলার হুমকি দেয়।এর আগের দিন (৯ ফেব্রুয়ারি) সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা বহুরিয়া গ্রামের ১নং খাস খতিয়ানের ভূমি সরেজমিন পরিদর্শনে গেলে সেখানেও বিবাদীগণ ওই কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ ও দুর্ব্যবহার করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আবেদ আলীকে বহুরিয়া মৌজার ১নং খাস খতিয়ানের ৪৩৯ নং দাগে বন্দোবস্ত দেওয়া হয়েছে। কিন্তু বিবাদীগণ পাশের অন্য দাগ উল্লেখ করে দরিদ্র আবেদ আলীর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা করে তার জমি জবর-দখলের চেষ্টা করছে। মালিকানা কাগজ দেখাতে বলায় বিবাদীগণ কার্যালয়ে এসে আমাদেরকেও হুমকি দেয়। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কেও জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান বলেন, কর্মকর্তাদের সঙ্গে বিবাদীরা অশ্লীল ও অসদাচরণ, সরকারি কাজে বাধা প্রদান ও হুমকি দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, রাতেই বাপ-বেটাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ