Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরাস্তি উপজেলার ফেরুয়া হইতে ধামড়া পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা

শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৪ পিএম

শাহরাস্তি উপজেলার ফেরুয়া হইতে ধামড়া পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা বিরাজ করছে। এ রাস্তাটি দিয়ে ফেরুয়া দাখিল মাদ্রাসা, ফেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামরা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী, শিশু শিক্ষার্থী ও পথচারী চলাচল করে। সূচীপাড়া (দঃ) ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আজিজুর রহমান জানান এ সড়কটি মেরামতের জন্য আমি বহুবার চেষ্টা চালিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে গত ১৮/০৪/২০১৯ইং তারিখে স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি বরাবরে ইউপি সদস্য আজিজুর রহমান এলাকাবাসীর পক্ষে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা ইঞ্জিনিয়ার, শাহ্রাস্তিকে দ্রæত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। এদিকে এলাকাবাসীর সহযোগীতায় সামান্য মাটি কাজ করলেও বৃষ্টি হলে পূনরায় আবার আগের অবস্থা হয়ে যায়। এখন বৃষ্টি না হওয়ায় কোনো ভাবে পায়ে হেটে চলা যায়। কিন্তু বর্ষাকাল এলে যানবাহন চলাচল দূরের কথা পায়ে হেটে চলা অসম্ভব হয়ে যাবে। তাই ভূক্তভোগী এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাস্তা

২২ অক্টোবর, ২০২২
৩ অক্টোবর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ