Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘প্রতিযোগী মনোভাবের শিক্ষার্থীরাই অভিষ্ঠ লক্ষ্যে পৌছে’

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত ও সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত কুমিল্লা অঞ্চলের অন্যতম ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান ময়নামতি ইন্টারন্যাশনাল স্কুলের ২২ তম ইন্টারহাউজ ক্রীড়া প্রতিযোগিতার চ‚ড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। গত সোমবার বিকালে বেলুন ওড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুলের চেয়ারম্যান ১০১ ইনফ্যানট্রি ব্রিগেডিয়ার কমান্ডার জেনারেল মো. মাহবুবুর রশিদ এসপিপি, এনডিইউ, পিএসসি।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি পরিপূর্ণ জাতি গঠনে শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্যে জ্ঞান অর্জনের জায়গাটিতে প্রতিযোগিতামূলক পদচারণা থাকতে হবে। কারণ প্রতিযোগী সম্পন্ন শিক্ষার্থীরাই জীবনের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারে। মেধা বিকাশের ক্ষেত্রে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের বিকল্প নেই। এসব সহশিক্ষা কার্যক্রম জীবনে শৃঙ্খলা এনে দেয়। ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মনোমুগ্ধকর ডিসপ্লে শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বেগম খাদিজা হক চৌধুরী। এ সময় স্কুলের প্রিন্সিপালের সহধর্মিনী নাসরিন নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল মেজর মো. রিয়াসাত ইফতেখার হোসাইন তার বক্তব্যে প্রতিষ্ঠানের অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, কর্ণেল মো. রাশিদুল ইসলাম, কর্ণেল মো. হাবিবুর রহমান, লে. কর্ণেল আবু হায়াসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থী

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ