Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইমস স্কয়ারে তথ্য দিচ্ছে রোবট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নতুন করোনাভাইরাস নিয়ে যখন বিশ্বজুড়ে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে তখন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ভাইরাসটি সংক্রান্ত তথ্য ও পরামর্শ দিয়ে ব্যাপক সাড়া ফেলেছে ৫ ফুট উচ্চতার একটি রোবট। বন্ধুত্বপ‚র্ণ মুখাবয়বের এ ‘প্রমোবট’টি সোমবার পর্যটকধন্য টাইমস স্কয়ারে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস নিয়ে অসংখ্য লোকের কৌতুহল ও উদ্বেগ মিটিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা। ব্যবসায়িক উদ্দেশ্যে বানানো স্বয়ংক্রিয় রোবটকে প্রমোবট নামে ডাকা হয়। টাইমস স্কয়ার ঘুরে বেড়ানো প্রমোবটটির বুকের সঙ্গে আইপ্যাডের মতো একটি টাচস্ক্রিন লাগানো ছিল। করোনাভাইরাস নিয়ে আগ্রহী যে কোনো ব্যক্তি ওই টাচস্ক্রিনে থাকা প্রশ্ন বা তথ্যতে ক্লিক করলে রোবটটি তার উত্তর জানায়। কেউ কেউ এমনকী প্রমোবটটির সঙ্গে আলাপও জুড়েছিলেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ