Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইসলামী শিক্ষা ছাড়া নৈতিকতাবোধ সৃষ্টি হয় না’

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, সমাজে নীতি-নৈতিকতা প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই। ইসলামী শিক্ষা ছাড়া কোন মানুষের মধ্যে নৈতিকতাবোধ সৃষ্টি হয় না। তৈরি হয় না কোন নৈতিক বাধ্যবাধকতা। আল্লাহর ভয় না থাকলে, রাসূলের প্রতি মহব্বত না থাকলে কোন মানুষ নৈতিক বাধ্যবাধকতা নিয়ে কাজ করতে পারে না। সমাজে ইসলামী শিক্ষার প্রাধান্য না থাকায় নীতি-নৈতিকতা নির্বাসিত হয়েছে।
নৈতিক অবক্ষয়ের কারণে সমাজ দিনদিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে না পারলে সামাজিক ও মানবিক মূল্যবোধের জাগরন ঘটবে না। দেশের আর্থ-সামাজিক রাজনৈতিক অবস্থার কোন পরিবর্তন সাধিত হবে না। গত রোববার রাতে নরসিংদী জেলা শহরের ব্রাহ্মন্দী মহল্লায় তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসা উদ্যোগে আয়োজিত এক ইসলামী জলসায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। জলসায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মঞ্জুর এলাহী। সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহউদ্দিন ইরানের সভাপতিত্বে বক্তৃতা করেন- মাওলানা মাসউদুর রহমান আইয়ুবী, মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ এবং মাওলানা ক্বারী শেখ ফরিদ বিন সিদ্দিক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ