Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যেকোনো পরিণতির জন্য প্রস্তুত রমনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মার্কিন সিনেটে দলের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে ভোট দেয়া সিনেটর মিট রমনি বলেছেন, তিনি বুঝে শুনে ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন এবং এর যেকোনো পরিণতি মেনে নিতে জন্য প্রস্তুত রয়েছেন। আমেরিকার ইউটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর মিট রমনি আরো বলেছেন, তার জন্য অকল্পনীয় কোনো বিপর্যয় নেমে আসতে পারে জেনেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের ইমপিচমেন্টের ওপর ভোটাভুটিতে ৪৮ সিনেটর প্রস্তাবের পক্ষে এবং ৫২ সিনেটর বিপক্ষে ভোট দেন। মার্কিন সিনেটে রিপাবলিকান দলের ৫৩ আসন এবং ডেমোক্র্যাট দলের ৪৭ আসন রয়েছে। কিন্তু মিট রমনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ইমপিচমেন্টের পক্ষে ভোট দেয়ায় ডেমোক্র্যাটদের পক্ষে একটি ভোট বেশি পড়ে। কিন্তু তারপরও ট্রাম্পকে ইমপিচ করা সম্ভব হয়নি। সিনেটের ভোটাভুটিতে ক্ষমতায় টিকে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার মিট রমনির কড়া সমালোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের গুরুত্বপ‚র্ণ প্রতিদ্ব›দ্বী এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে তদন্ত করার জন্য ইউক্রেন সরকারের উপর চাপ সৃষ্টি করেছিলেন। তিনি বলেছিলেন, বাইডেনের বিরুদ্ধে যদি ইউক্রেনের প্রেসিডেন্ট তদন্ত শুরু না করেন তাহলে আমেরিকা ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করে দেবে। তার এই চাপ সৃষ্টির তথ্য ফাঁস হয়ে গেলে ডেমোক্র্যাটরা এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নেন। এ প্রক্রিয়ায় ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে ইমপিচ করে কিন্তু সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনি চ‚ড়ান্তভাবে বেঁচে যান। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ