মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন রিপাবলিকান সিনেটর মিট রমনি বলেছেন, রাশিয়া ইস্যুতে ‘অন্ধ’ হয়ে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারী কয়েকটি সংস্থায় রাশিয়ার সাইবার হামলার অভিযোগ আসলেও এই ইস্যুতে চুপ রয়েছে হোয়াইট হাউস। মিট রমনি এক সাক্ষাতকারে বলেন, হ্যাকিংয়ের ঘটনা প্রকাশ্যে আসার এক সপ্তাহ পর ট্রাম্প বিষয়টি নিয়ে কথা বলেন। টুইটে তিনি এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, গণমাধ্যমগুলো মিথ্যে খবর প্রকাশ করছে, সম্ভবত এর পেছনে চীন রয়েছে।’ ‘আমরা বুঝতে পেরেছি যখনই রাশিয়ার ইস্যুতে কোনো বিষয় সামনে আসে প্রেসিডেন্ট যেনো অন্ধ হয়ে যান।’ –সিএনএন, আল জাজিরা
ট্রাম্পের এই মন্তব্য তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পেন্সের অবস্থানের পুরোই উল্টো। শনিবার পেন্স বলেছিলেন, ‘এটি প্রায় স্পষ্ট যে এই হ্যাকিংয়ের ঘটনার পেছনে রাশিয়া রয়েছে।’ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর ট্রানজিশন টিম জানিয়েছে, হ্যাকিংয়ের ঘটনায় জড়িত থাকার সম্ভাব্যতার সন্দেহে বাইডেন প্রশাসন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে। বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেছেন, ‘বাইডেন নিষেধাজ্ঞার বিষটি নিয়ে ভাবছেন। কারণ এটি শুধুই একটি নিষেধাজ্ঞা নয়। এটি হলো বৈদেশিক হামলার প্রতিবাদে আমরা কি ব্যবস্থা নিতে সক্ষম তার প্রকাশ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।