Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সেনাবাহিনী প্রধানের সাথে নেপালের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

নেপালে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, গতকাল রোববার নেপালের সহকারী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখারেল এবং সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপার সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান তাদের সাথে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান গত ৭ ফেব্রুয়ারি নেপালে পৌঁছালে নেপাল সেনাবাহিনী সদর দপ্তরে নেপালের একটি চৌকস সেনাদল বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। সেনাবাহিনী প্রধান নেপালের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে নেপালের বীর স¥ার্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও, গত ৮ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান নেপাল সেনাবাহিনীর ওয়ের্স্টান ডিভিশন সদর দপ্তর পরিদর্শন করেন। উল্লেখ্য, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবেন।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ