Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশংসা করে সাহায্যের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

করোনাভাইরাস নিয়ে শি-ট্রাম্প ফোনালাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম | আপডেট : ১২:১১ এএম, ৯ ফেব্রুয়ারি, ২০২০

তার দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফোনে মার্কিন প্রেসিডেন্টকে শি বলেছেন, আমরা নিশ্চিত, মহামারি আমরা রুখবই। চীনের অর্থনীতিও থেমে থাকবে না। প্রাণঘাতী করোনাভাইরাসে চীন ও চীনের মূল ভূখন্ডের বাইরে এখন পর্যন্ত অন্তত ৭২২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজারের বেশি। গৃহবন্দি লাখ লাখ বাসিন্দা। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে চীন ও আক্রান্ত অন্য দেশগুলোকে ১০ কোটি ডলার পর্যন্ত সাহায্যের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, মার্কিন সরকারের প্রতিশ্রুতি বিদ্যমান তহবিলের মাধ্যমে ‘সরাসরি এবং বহুপাক্ষিক সংস্থার মাধ্যমে উভয়ই পূরণ করা হবে।
এদিকে প্রথম যে চিকিৎসক ভাইরাসটির খবর দিয়েছিলেন, শুক্রবার তিনি সংক্রমিত হয়ে মারা গেছেন। প্রাণঘাতী এই ভাইরাসের খবর ফাঁস করে দেয়ায় শাস্তি হয়েছিল ‘হুইসলবেøায়ার’ ওই চিকিৎসকের। কিন্তু তার মৃত্যুর পরে নড়ে বসেছে চীনা প্রশাসন। প্রথমে যুক্তরাষ্ট্রের সাহায্য নিতে অস্বীকার করলেও এখন মত বদলেছে চীন। ট্রাম্পকে শি বলেন, এই পরিস্থিতিতে যা পদক্ষেপ নেবেন, আশা করি ভেবে করবেন। একাধিক রাষ্ট্র চীনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তাদের সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে ট্রাম্পকে যথাযোগ্য সিদ্ধান্ত নেয়ার আবেদন জানিয়েছেন তিনি।
টুইটে ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে একটি দীর্ঘ ও চমৎকার কথোপকথন ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। তিনি খুব জোরালোভাবে করোনা ভাইরাস মোকাবিলায় মনোনিবেশ করেছেন। তিনি মনে করেন, তারা খুব ভালোভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। এমনকি কয়েক দিনের মধ্যেই হাসপাতালও তৈরি করে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিছুই সহজ নয়, তবে তিনি সফল হবেন। আশা করি, বিশেষত আবহাওয়া উষ্ণ হতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাসটি দুর্বল হয়ে পড়বে এবং পরে এটি নিঃশেষ হয়ে যাবে। তিনি বলেন, চীনে দুর্দান্ত শৃঙ্খলা চলছে। কেননা, প্রেসিডেন্ট শি জিনপিং দৃঢ়ভাবে নেতৃত্ব দিচ্ছেন। তার উদ্যোগ সফল হবে। চীনকে সাহায্যের জন্য আমরা নিবিড়ভাবে কাজ করছি। সূত্র : সিএনএন, রয়টার্স।



 

Show all comments
  • Mizan Rana ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১:০১ এএম says : 0
    দুটোই শয়তানের খালাতো ভাই
    Total Reply(0) Reply
  • Hm Hazrat Ali ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১:০১ এএম says : 0
    যদি আল্লাহ কাউকে শাস্তি আস্বাদন করতে চান ‌তবে কে আছে তাদের রক্ষা করবে।
    Total Reply(0) Reply
  • Shafikul Islam ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১:০১ এএম says : 0
    ফোনের মাধ্যমে ওর কানের মধ্যে ভাইরাসের জিবানু ঢুকে যাক।
    Total Reply(0) Reply
  • Mahabub Rhaman ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১:০২ এএম says : 0
    পৃথিবীতে কিছু সময় যা ইচ্ছা তাই করা যায় কিন্তু আল্লাহ যখন শিকড়ে ধরে টান দেন, তখন কেউ নেই বাচাবার।
    Total Reply(0) Reply
  • Muhammed Nazrul Islam ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১:০২ এএম says : 0
    কয়েকদিনের মধ্যে দেখবেন মৃত্যুর সংখ্যা আরো অনেক বেড়ে গেছে
    Total Reply(0) Reply
  • mustakim billah sahkib ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:২১ এএম says : 0
    হে দয়াময় আপনি চিনের মুসলমানের জান মাল হেফাজতে রাখেন।এই গযব থেকে মুসলমানদের কে হেফাজতে রাখেন আমিন।
    Total Reply(0) Reply
  • সুমন ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪৯ এএম says : 0
    এই গুলা হচ্ছে মুসলমাদের উপর অত্যাচারের পরিনাম
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ