Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও হার দেখল ভারত। আর জয়ের হাসি হাসল নিউজিল্যান্ড। বিরাট কোহলিদের ২২ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করল স্বাগতিকরা। গতকাল অকল্যান্ডে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৩ রান তুলে নিউজিল্যান্ড। জবাবে ২৫১ রানেই গুটিয়ে যায় ভারত। ওপেনার মার্টিন গাপটিল (৭৯) ও রস টেইলর (৭৩*) হাফসেঞ্চুরি হাঁকান। গাপটিলের ৭৯ বলে ৭৯ রানের দাপুটে ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার। আর ৭৪ বলে ৭৩ রানের হার না মানা ইনিংস খেলেন রস টেইলর। নিজের অনন্য ইনিংসটি রাঙিয়ে ছিলেন ৬ বাউন্ডারি ও ২ ছক্কায়। তাদের সঙ্গে হেনরি নিকোলস দলীয় স্কোরে যোগ করেন ৪১ রান। ভারতের যুজবেন্দ্র চাহাল ৫৮ রান খরচ করে শিকার করেন তিন উইকেট। দুটি উইকেট যায় শার্দুল ঠাকুরের থলেতে। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ২৫১ রানে গুটিয়ে যায় ভারতীয়দের ইনিংস। অর্ধ-শতকের দেখা পান রবিন্দ্র জাদেজা (৫৫) ও শ্রেয়াস আইয়ার (৫২)। আর নবদ্বীপ সাইনি তোলেন ৪৫ রান। কিউইদের সঙ্গে দুটি করে উইকেট নেন হামিশ বেনেট, টিম সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম ও ম্যাচ সেরা কাইল জ্যামিয়েসন। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে পরশু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ