পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বঙ্গোপসাগরের বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং বোটসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। গতকাল ভোরে মংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয়েছে এফবি সুদীপসহ বিভিন্ন প্রজাতির মাছ, জাল ও দড়ি। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এফবি সুদীপ নামে একটি ফিসিং বোট নিয়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশের পানিসীমায় ঢুকে মাছ ধরার সময় ওই এলাকায় টহলরত কোস্টগার্ড বাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে তাদের মংলা থানায় স্থানান্তর করা হয়।
মংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের জেলহাজতে পাঠানোর হয়েছে। উল্লেখ্য, ৬৪ জন ভারতীয় জেলে কারাভোগ করে সম্প্রতি তাদের দেশে দেশে ফিরে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।