মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলমান করোনাভাইরাস সংক্রমণের মধ্যে পাকিস্তানের চিকিৎসা সহায়তার প্রশংসা করেছে প্রতিবেশী চীন। শুক্রবার বেইজিংয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের এশিয়া বিষয়ক উপমহাপরিচালক ইয়াও ওয়েন বলেন, এই ভাইরাস নিয়ন্ত্রণ ও এটির বিরুদ্ধে লড়াইয়ে নিজের সক্ষমতার প্রতি চীনের আত্মবিশ্বাস রয়েছে। এই মহামারী নিয়ন্ত্রণে যে গভীর ও ব্যতিক্রমী পদক্ষেপ নেয়া হয়েছে, তা দর্শকদের অবহিত করেন ওয়েন। করোনাভাইরাসে চীনে ৭২৪জনের বেশি লোক মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি।-খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের। পাকিস্তানকে ‘লৌহ ভ্রাতা’ আখ্যায়িত করে এই চীনা কূটনীতিক বলেন, কঠিন সময়ে সহায়তা দিয়েছে ইসলামাবাদ। চিকিৎসা সহায়তার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি। চীনা নেতৃবৃন্দের প্রতি পাক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের তরফে সহানুভূতিপূর্ণ বার্তার কথাও উল্লেখ করেন ইয়াও ওয়েন। এই সময়ে কথা বলেন বেইজিংয়ে পাকিস্তানের রাষ্ট্রদ‚ত নাগমানা হাশমি। এই পরীক্ষিত সময়ে ধৈর্য ও সাহসের জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি তিনি শ্রদ্ধা প্রদর্শন করেন। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।