Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ মার্চ ঢাকায় আসছেন মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩০ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ১৭ মার্চ ঢাকায় শুরু হতে যাওয়া বর্ষব্যাপী ওই উৎসবে অংশ নিতে নিজেও যে খুব আগ্রহী তা শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় জানিয়েছেন স্বয়ং মমতা।

পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে এ দিন মমতা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি, প্রটোকল মেনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যাওয়ার জন্য প্রস্তাব পাঠাচ্ছি। যেহেতু দুই দেশের সম্পর্কের বিষয় তাই বিদেশমন্ত্রকের অনুমতি প্রয়োজন।’

সূত্র মতে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশ যেতে হলে কেন্দ্রীয় সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলেই মমতা যে ১৬ মার্চ ঢাকায় আসছেন তা কার্যত নিশ্চিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সঙ্গে নিজের দীর্ঘদিনের গভীর ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ওদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। সব সময় আমরা সেটা বজায় রাখি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও ওই অনুষ্ঠানে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রীর কাছে খবর এসেছে। গান্ধী পরিবারের সঙ্গেও শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্পর্কের কথাও উল্লেখ করেন মমতা।

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। দুই পরিবারের গভীর সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই।’
এর আগে ২০১৫ সালে শেষবার মমতা ঢাকায় এসেছিলেন। তখন কলকাতা থেকে ঢাকা বিশেষ বাস সার্ভিস ও ট্রেন চালুর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকায় ছিলেন মমতাও। শেষ চার বছরে আর না গেলেও এবার যে তিনি যেতে পারেন তার ইঙ্গিত দিয়েছেন শুক্রবার। দু’মাস আগে বঙ্গবন্ধুকন্যা যখন ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত ম্যাচে এসেছিলেন তখনও মমতাকে ঢাকা আসতে আমন্ত্রণ জানিয়েছিলেন।

১৭ মার্চ ঢাকায় অনুষ্ঠানের সূচনা হলেও বিশ্বজুড়ে বিভিন্ন শহরে এক বছর ধরে বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা জানানো চলবে। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে কলকাতা, নয়াদিল্লি, আগরতলা, শিলিগুড়ি, গৌহাটি ও শিলংয়েও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে একগুচ্ছ বর্ণময় কর্মসূচি নিয়েছে শেখ হাসিনা সরকার।

ঢাকায় মুজিববর্ষের অনুষ্ঠানে এছাড়া ভারত থেকে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙুলী, পশ্চিমবঙ্গের কয়েকজন কবি-সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ