বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বডি পরিবর্তন করে এসএসসি পরীক্ষা দেয়ার অপরাধে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৩ ভুয়া পরীক্ষার্থীকে ১ বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ উন্মুক্ত বিদ্যালয়ের অধীনে এসএসসি (গণিত) পরীক্ষা দেয়ার সময় গতকাল দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ দাস এ সাজা প্রদান করেন। আটকরা হলেন- মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামের নুর দারাজ ভূঁইয়ার মেয়ে ফাহিমা (১৯), একই গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. ফারুক (২৩) ও পটুয়াখালীর বড় বিগাই ইউনিয়নের টিটপাড়া গ্রামের মো. ফেরদৌস মোল্লার পুত্র ওয়ালি উল্লাহ (৩২)।
জানা গেছে, উন্মুক্ত বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মামাতো বোন নুরুন্নাহারের পরিবর্তে ফাহিমা, আবুল বাসারের পরিবর্তে ফারুক এবং সাইফুদ্দিন আল মামুনের পরিবর্তে ওয়ালি উল্লাহ পরীক্ষা দিয়ে আসছিলো। আটক ফাহিমা ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসির পরিক্ষার্থী। ৫ মাস আগে তার বিয়ে হয়েছে। অন্যদিকে এসএসসি পরীক্ষার্থী আবুল বাসার বিদেশে থাকায় তার পরিবর্তে ফারুক পরীক্ষা দিয়ে আসছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।