Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় ২০০ কলেজ প্রকল্পের স্থান পরিদর্শন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

২০০ সরকারি কলেজ প্রকল্পের ৬ তলা কলেজ একাডেমিক ভবন নির্মাণের জন্য স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক প্রফেসর মো. নুরুল হুদাসহ লোকাল সুপার ভিশন কমিটি। গতকাল সকাল ১১টায় লালমোহন সরকারি কলেজ ও চরফ্যাশন সরকারি কলেজের সাইট পরিদর্শন করেন তারা।
শিক্ষা প্রকৌশল অধিদফতর, ভোলা জোনের উপ-সহাকারী প্রকৌশলী মনির হোসেন জানান, এই প্রকল্পের মাধ্যমে ভোলা জেলায় ভোলা ফজিলেতুননেছা সরকারি মহিলা কলেজ, লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ ও চরফ্যাশন সরকারি কলেজসহ ৩টি কলেজে একাডেমিক ভবন নির্মাণ করা হবে। তার জন্য স্থান নির্ধারণ পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক প্রফেসর নুরুল হুদাসহ টিম। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী সৌরভ আলী, উপ-সহকারী মো. মনির হোসেন এবং লোকাল সুপার ভিশন কমিটির সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিদর্শন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ