Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামুতে সাবেক এমপি খালেকুজ্জামানের নামফলক গুঁড়িয়ে দেয়ার নিন্দা জানিয়েছেন সাবেক এমপি লুৎফুর রহমান কাজল

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ৬:১৬ পিএম

রাতের আঁধারে রামু বাইপাস খালেকুজ্জামান চত্বরের সাবেক এমপি মরহুম খালেকুজ্জামানের নামফলক গুঁড়িয়ে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।

কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, একজন সাবেক জনপ্রিয় এমপিও জনপ্রতিনিধির নাম ফলক মুছে দেয়া অপরাজনীতি ও হীনমন্যতা।

এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, রাতের আধারে সন্ত্রাসীদের দিয়ে খালেকুজ্জামান চত্বরের নাম ফলক গুঁড়িয়ে দেয়া অত্যন্ত গর্হিত কাজ।

তিনি বলেন, নাম ফলক গুঁড়িয়ে দিলেও সদর-রামু বাসীর হৃদয় থেকে আমাদের অগ্রজ নেতা মরহুম খালেকুজ্জামানের নাম কখনোই মুছে ফেলা যাবে না।
তিনি অবিলম্বে নামফলকের সাইনবোর্ড পুনঃস্থাপন করার জোর দাবি জানান।
এদিকে রামু বাইপাস খালেকুজ্জামান চত্বর থেকে সাবেক এমপি
মরহুম খালেকুজ্জামানের নামফলক গুঁড়িয়ে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মরহুম এড খালেকুজ্জামান স্মৃতি পরিষদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেকুজ্জামান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ