বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জমান আসাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশের সংলগ্ন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিজেপি জাতিগত ও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে নাগরিকত্ব ইস্যু সামনে এনে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। এতে আমরা বাংলাদেশের মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। কারণ এ পরিস্থিতির কুফল শুধু ভারতীয় সীমানায়ই সীমাবদ্ধ থাকবে না। গতকাল এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন। কমরেড খালেকুজ্জামান বলেন, আমামে মুসলিম খেদানোর ঘটনায় রোহিঙ্গা পরিস্থিতির মতো বাংলাদেশেও অশান্ত পরিস্থিতির ঢেউ ছড়িয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই সংকীর্ণ স্বার্থবুদ্ধির বাইরে এসে বিষয়টিকে জাতীয় অতি গুরুত্বপূর্ণ হিসেবে নিয়ে গুরুত্বের সাথে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। একই সাথে বাংলাদেশ ও ভারতের সকল গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি ও জনগণকে আসামের এহেন পরিস্থিতিতে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।