Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই খালেই মিলল তোহা মনির লাশ

ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নিখোঁজের পাঁচ দিন পর রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় ডিএনডি খাল থেকেই তোহা মনির (আশামনি) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর পৌনে ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী ও পুলিশের উপস্থিতিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, প্রতিদিনের মত গতকাল সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এক পর্যায়ে দুপুর ১টা ৩৫ মিনিটের সময় তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান দৈনিক ইনকিলাবকে জানান, গত শনিবার বিকেলে শিশুটির বাসার পাশে একটি মাঠে খেলা করছিল। এক পর্যায়ে তাদের খেলা করা বলটি ওই পার্শবর্তী খালে পড়ে যায়। পরে বলটি তুলতে গিয়ে ওই খালে নামলে সঙ্গে সঙ্গে শিশুটি তলিয়ে যায়। পরে ওই দিন বিকেলেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে।

তিনি আরো জানান, তল্লাশি করতে করতে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দুরে গিয়ে শিশুটির লাশ পাওয়া যায়। গত শনিবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। কিন্তু ময়লা ও আর্বজনা থাকায় উদ্ধার কাজে ব্যহত হয়েছে বলেও জানান তিনি। এদিকে লাশ উদ্ধারের পরপরই স্থায়ীদের সহযোগিতায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে তোহা মনির লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

যেভাবে নিখোঁজ হয়েছিল তোহা মনি:
গত শনিবার দুপুরে স্কুল থেকে আসার পর মায়ের সাথে খাওয়া-ধাওয়া করে তোহা মনি। পরে বিকেলে অন্য শিশুদের সাথে সেও বাসার পার্শবর্তী খেলার মাঠে খেলতে যায়। কিন্তু সন্ধ্যার আগ মুহুর্তে অন্য শিশুরা তোহা মনি পানিতে পড়ে গেছে বলে চিকিৎকার করে। এ সময় দ্রুত পার্শবর্তী বাসার লোকজন ও এলাকার ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু এর আগেই খালের পানিতে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধারে তার বাবা ও এলাকার কয়েকজন লোক খালে নেমে সন্ধান করেন। অপরদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরাও ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু ওই দিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে উদ্ধার কাজ স্থগিত করে পরদিন সকালে আবার উদ্ধার শুরু করা হয়। এভাবে টানা পাঁচ দিন চলে উদ্ধার কাজ। পরে ৬ষ্ঠ দিনের অভিযানে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।

তোহা মনির মামা মো. মোশারফ হোসেন জানান, প্রতিদিনের মত গত শনিবারও তোহা মনি অন্য শিশুদের সাথে বাসার পাশে খালি মাঠে খেলতে যায়। খেলা করতে গিয়ে তাদের একটি বল খালে পড়ে যায়। এ সময় তোহা মনি বলটি তুলতে খালের কিনারায় যায়। এরপর বুঝতে না পেরে ময়লায় ঢাকা একটি জায়গায় পা দেয়। তখনই সে খালে তলিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ