Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে মোটরসাইকেল চোর চক্রের তিনজন গ্রেফতার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২০, ৭:২৪ পিএম

বরিশালে মোটরসাইকেল চুরি চক্রের তিন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। এই চক্রটি দীর্ঘদিন যাবত বরিশাল থেকে মোটরসাইকেল চুরি করে খুলনায় পাচার করতো। সম্প্রতি নগরীর কাউনিয়া এলাকায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগের সূত্র ধরে পুলিশ এ চোর চক্রের সন্ধান পায়। মহানগরীর পশ্চিম কাউনিয়া এলাকার কাঞ্চন আলীর ছেলে আল আমিন (২১), মোংলার সিগনাল টাওয়ারোর এলাকার মো. হারুন হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার (২৯) এবং খুলনার ফুলতলার দামুদার এলাকার আহম্মদ দপ্তরির ছেলে রবিউল ইসলাম (৪৫)।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগর পুলিশের ডিসি-উত্তর মো. খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, গত ২১ জানুয়ারী রাতে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা লাবু খান-এর মোটরসাইকেলটি বাসার গেটের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা নিয়ে যায়। এ ঘটনায় লাবু খান কাউনিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ চোর চক্রের সন্ধানে নামে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রথমে নগরীর কাউনিয়া এলাকার আলÑআমিনকে পুলিশ গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী, বুধবার রাতে বরিশাল ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইউনুস এবং চক্রের মূলহোতা রবিউলকে গ্রেফতার করা হয়। এ দুজনের দেয়া তথ্যানুযায়ী লাবু খানের মোটর সাইকেলটি খুলনা থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানা ডিসিÑউত্তর। ।
প্রাথমিক স্বীকারোক্তিতে ২০১৫ সাল থেকে রবিউল ও তার লোকজন মটচরসাইকেল চুরি পেশার সাথে জড়িত বলে জানিয়েছে। এ চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পুলিশ আশা করছে, চুরি যাওয়া আরও অনেক মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ