Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোর একাদশেও দুর্দান্ত লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

প্রিমিয়ার লিগে লিভারপুল ছুটে চলছে অপ্রতিরোধ্য গতিতে। বর্তমানে ৩০ বছরের শিরোপা খরা মেটাতেই বেশি মনোযোগী কোচ ইয়ুর্গেন ক্লপ। কিন্তু লিভারপুলের ‘কিশোর’ দলটিও কম দুর্দান্ত নয়! তাদের প্রসঙ্গ এজন্যই এলো, এফএ কাপে সিনিয়রদের বাদ দিয়েই বেশিরভাগ কম বয়সী কিশোরদের নিয়ে একাদশ সাজিয়েছিল লিভারপুল! যেটি এবারই প্রথম হয়েছে! অথচ শ্রেসবেরির বিপক্ষে আগের ম্যাচটি ড্র হওয়াতেই পুনরায় মাঠে নামতে হয়েছিল রেডদের। তাতে জয় নিয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে রেডরা। তবে ভাগ্যের ছোঁয়াতে পরশু রাতে জয়টা এসেছে ১-০ গোলে! অন্যদিকে একই দিনে লিগ ওয়ানে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। নঁতেকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

প্রিমিয়ার লিগে লিভারপুল ছুটে চলছে অপ্রতিরোধ্য গতিতে। বর্তমানে ৩০ বছরের শিরোপা খরা মেটাতেই বেশি মনোযোগী কোচ ইয়ুর্গেন ক্লপ। কিন্তু লিভারপুলের ‘কিশোর’ দলটিও কম দুর্দান্ত নয়! তাদের প্রসঙ্গ এজন্যই এলো, এফএ কাপে সিনিয়রদের বাদ দিয়েই বেশিরভাগ কম বয়সী কিশোরদের নিয়ে একাদশ সাজিয়েছিল লিভারপুল! যেটি এবারই প্রথম হয়েছে! অথচ শ্রেসবেরির বিপক্ষে আগের ম্যাচটি ড্র হওয়াতেই পুনরায় মাঠে নামতে হয়েছিল রেডদের। তাতে জয় নিয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে রেডরা। তবে ভাগ্যের ছোঁয়াতে জয়টা এসেছে ১-০ গোলে!
ভাগ্যের ছোঁয়া বলতেই হচ্ছে, বেশির সদস্যই ছিলেন কিশোর বয়সী। তাই শ্রেসবেরির মতো অভিজ্ঞ দলের বিপক্ষে ফলটা ভিন্ন কিছুই হতে পারতো। গত ম্যাচেও তারা তরুণদের নিয়ে সফল হতে পারেনি। ১১টি পরিবর্তন এনে সেই ম্যাচে ২ গোলে এগিয়েও লিভারপুল ম্যাচটি ড্র করে ২-২ গোলে। এই ম্যাচে তো আরও বেশি দুঃসাহস দেখিয়েছেন ক্লপ। সবচেয়ে তরুণ দলটিকে মাঠে নামিয়েছেন! শুধু কি তাই? ডাগ আউটে তার জায়গায় ছিলেন অন‚র্ধ্ব-২৩ দলের কোচ নিল ক্রিচলে!

তবে দলটি প্রথম ৩০ মিনিটে ছিল দুর্দান্ত খেলেই সবাইকে চমকে দিয়েছে। যদিও ৪৫ মিনিটে কোনও দল জালে বল পাঠাতে পারেনি। শ্রেসবেরিও গোলের দেখা পেয়েছিল। কিন্তু রিভিউতে অফসাইডের ফাঁদে বাতিল হয়েছে সেই গোল। ৭৫ মিনিটে সেই শ্রেসবেরিই আত্মঘাতী গোলে এগিয়ে দেয় লিভারপুলকে। একটি লং বল ভুলে নিজেদের জালে পাঠিয়ে দেন শন উইলিয়ামস। এই জয়ে অ্যানফিল্ডে ৪০ ম্যাচে অপরাজিত থাকলো লিভারপুল। শেষ ষোলোতে চেলসির মুখোমুখি হবে তারা।

অন্যদিকে শেষ ৬ ম্যাচে স্কোরশিটে নাম তুলতে পারেননি মাউরি ইকার্দি। আর্জেন্টাইন স্ট্রাইকার সেই খরা কাটিয়েছেন প্রথমার্ধে। ২৯ মিনিটে পিএসজিকে এগিয়ে নিয়েছেন। তবে গোলটি হয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়ার কল্যাণে! তার নেওয়া শটই ইকার্দির গায়ে লেগে জড়িয়েছে জালে।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন থিলো খেরা। ৬৮ মিনিটে অবশ্য মসেস সিমোন নঁতের হয়ে একটি গোল শোধ দিয়েছেন।

আগের ম্যাচে মঁপেলিয়েরের বিপক্ষে বদলি হওয়ায়ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এমবাপ্পে। এই ম্যাচে ফরাসি তারকা ইকার্দির সঙ্গেই মাঠে নেমেছিলেন। চোট আক্রান্ত হওয়ায় নেইমার এই ম্যাচে ছিলেন না। ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। ১৫ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। দুইয়ে অবস্থান মার্সেইর। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার

২৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ