প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা, ব্যবসায়ী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া ২০০৭ সালে হয়েছিলেন মিস বাংলাদেশ। এরপর র্যাম্প মডেল হিসেবে দেশ-বিদেশে পারফরম করেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ভোগ সাময়িকীর প্রচ্ছদের মডেলও হয়েছেন তিনি। রাম্পের নম্বর ওয়ান মডেল থাকা অবস্থায় তিনি সিনেমার নায়িকা হন। বেশ কয়েকটি সিনেমায় কাজ করে প্রশংসিতও হন। সর্বশেষ অভিনয় করেন ‘ছিটমহল’ নামে একটি সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, শিমুল খান, ডন, মীরাক্কেল খ্যাত সজল, এইচ আর হাবিব, এ বি এম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু প্রমুখ। ঈদের ৫ম দিন চ্যানেল আইতে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। সিনেমাটি নির্মাণ করেছেন এইচ আর হাবিব। পুরো সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যে। প্রযোজনা করেছে কমন হোম এটাচার। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমার গল্পে ছিটমহলবাসীর ৬৮ বছরের বঞ্চনার জীবনকে পেছনে ফেলে নতুন করে বাঁচার কাহিনী তুলে ধরা হয়েছে। পিয়া বলেন, আমি যেহেতু মডেলিং করি, লোকজন আমাকে সব সময় ওয়েস্টার্ন গেটআপে দেখেই অভ্যস্ত। আমি চেয়েছি দর্শক যেন আমাকে একটু ভিন্নভাবে দেখে। সিনেমাটিতে আমার চরিত্রটি সাধারণ এক বিধবা নারীর। কোনো মেকআপ নেই। গ্ল্যামারহীন এক গ্রামীণ নারী। এ এক অন্যরকম অভিজ্ঞতা হয়েছে আমার। একেবারে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে মাটির কাছে চলে যাওয়ার মতো। তবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে সিনেমাটির গল্প। অসাধারণ এক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।