Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৫৫ পিএম

মুজিববর্ষ ২০২০ উপলক্ষে আয়োজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ছাত্র হলের মধ্যে শহীদ সালাম বরকত ৫৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ৪২ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

অন্যদিকে ছাত্রী হলের মধ্যে প্রীতিলতা হল ৩৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ফজিলাতুন্নেসা হল ৩০ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

ছাত্রদের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হলের এম. মাহফুজুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গোলাম রাব্বী ২০ পয়েন্ট পেয়ে যৌথ চ্যাম্পিয়ন এবং শহীদ সালাম বরকত হলের কাজী বিজয় ১৮ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।

ছাত্রীদের মধ্যে ফজিলাতুন্নেসা হলের শারমিন আক্তার সুপ্তা ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হলের লাবনী সিনহা ১৫ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন।

এছাড়া দ্রুততম পুরুষ হয়েছেন গোলাম রাব্বী এবং দ্রুততম নারী হয়েছেন শারমিন আক্তার সুপ্তা ।

এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং পুরস্কার বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক ও প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই সময় বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালকসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী প্রতিযোগিতা উপভোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ