Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিন তাড়াতে রোগীর মৃত্যু

স্ত্রী-পুত্রসহ কথিত ফকির গ্রেফতার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বরিশালের বাকেরগঞ্জে জিন তাড়ানোর চিকিৎসার নামে মানসিক রোগীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় ভন্ড ফকির রিয়াজ উদ্দিনকে স্ত্রী-পুত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮। গ্রেফতার অপর দুজন হচ্ছে রিয়াজের স্ত্রী তাসলিমা আক্তার লাকি (৪২) ও ছেলে তৌহিদুর রহমান।
গতকাল সকালে বরিশাল মহানগরীর রূপাতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে দুপুরে র‌্যাব-৮ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়েছে। গ্রেফতাররা বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা। র‌্যাবের ১ নম্বর কোম্পানি কমান্ডার মেজর খান সজিবুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতার ৩ জনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসনিক রোগী কালাম মৃধাকে পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে। তাদেরকে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব জানায়, অভিযুক্তরা বন্ধ্যাত্ব ও মানসিক রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ জনগণের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো। তারা রোগীদের কাছ থেকে নগদ টাকা ছাড়াও গরু-ছাগল, চাল ও মুরগিসহ অন্য জিনিসপত্র গ্রহণ করতো।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ