মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কীভাবে ক্যান্সারের হাত থেকে মুক্তি পাওয়া যাবে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়ার জন্য তৎপর সরকারি ও বেসরকারি সংস্থা। নানা রকম নতুন নতুন পন্থা নিয়ে এগিয়ে আসছে স্বেচ্ছাসেবক সংস্থাগুলোও। কিন্তু এরই মধ্যে ভয়ানক আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সংস্থার দেয়া নতুন তথ্য অনুযায়ী, আগামী ২০৪০ সালের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্যান্সারে মৃত্যুর পরিমাণ বাড়বে দ্রæত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০৪০ সালের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ৮০ শতাংশ মানুষের মৃত্যুই হবে ক্যান্সারের কারণে। হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশগুলোতে ক্যান্সারের সঠিক চিকিৎসা উপলদ্ধ হয়। সঙ্গে এই দেশগুলোতে সচেতনতার অভাবও রয়েছে। এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থাও অনেকক্ষেত্রেই দায়ী এ ব্যাপারে। শুধু তাই নয়, হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধিক মাত্রায় তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণেই এসব দেশে ক্যান্সারের প্রকোপ বাড়ছে। হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে মহামারির আকার ধারণ করবে এই ক্যান্সার। নিউজ এইট্টিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।