Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের পাম ওয়েল কেনা বন্ধ সাময়িক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

মালয়েশিয়া থেকে ভারতের পাম ওয়েল কেনা বন্ধের সিদ্ধান্ত সাময়িক বলে মনে করছে কুয়ালালামপুর। মঙ্গলবার মালয়েশিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার সমঝোতার ভিত্তিতে এর সমাধান করা হবে। স¤প্রতি ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে দিল্লির সমালোচনা করে মালয়েশিয়া। এর জেরে সেখান থেকে পরিশোধিত পাম ওয়েল আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় দিল্লি। মঙ্গলবার শিল্পমন্ত্রী তেরেসা কককে উদ্ধৃত করে মালয়েশিয়ার পাম ওয়েল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ দিনের সম্পর্কের ভিত্তিতে দুই দেশ বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং পারস্পারিক ও যৌথ স্বার্থ রক্ষায় কাজ করবে’। বিবৃতিতে বলা হয়, এই মাস থেকে বায়োডিজেল তৈরিতে পাম ওয়েলের ব্যবহার শুরু হলে অপরিশোধিত পাম ওয়েলের দাম বৃদ্ধি পাবে। উল্লেখ্য,বার্ষিক ৯ মিলিয়ন টনেরও বেশি পাম তেল কেনা ভারত এ খাতে বিশ্বের বৃহত্তম আমদানিকারক দেশ। ম‚লত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে এ তেল সংগ্রহ করে দেশটি। ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ