Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হংকংয়ে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

করোনা ভাইরাস মহামারির জন্য চীনের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট অব্যাহত রেখেছেন হংকংয়ের শত শত হাসপাতাল কর্মী। এরই মধ্যে হংকংয়ে প্রথম এই ভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন। সীমান্ত বন্ধ করে দেয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। আজ মঙ্গলবার সেখানে ধর্মঘটে অংশ নিতে পারেন প্রায় ৯০০০ স্বাস্থ্যকর্মী। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভাইরাস সংক্রমণে যিনি মারা গিয়েছেন তার বয়স ৩৯ বছর। তিনি একজন পুরুষ। জানুয়ারিতে তিনি চীনের উহান শহর সফরে গিয়েছিলেন। এর মধ্য দিয়ে চীনের বাইরে এ ভাইরাসে দ্বিতীয় মৃত্যু ঘটলো। প্রথমে ফিলিপাইনে মারা যান ৪৪ বছর বয়সী এক চীনা নাগরিক। এরই মধ্যে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪২৫ এ দাঁড়িয়েছে। সংক্রমণ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, হংকং, বৃটেন সহ কমপক্ষে ২৩টি দেশে। হংকংয়ের স্বাস্থ্যকর্মীরা যখন ধর্মঘট করছেন তখনই সেখানে মারা গেলেন ৩৯ বছর বয়সী ওই চীনা নাগরিক। এশিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্র বলে পরিচিত হংকংবাসী দ্বিতীয় দিনের মতো এই ধর্মঘটে পড়েছেন। তাদের দাবি, ম‚ল ভ‚খ- চীনের সঙ্গে হংকংয়ের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিতে হবে। সব চেকপয়েন্ট বন্ধ করে ক্যারি লাম তিনটি খোলা রাখার পরও তারা এই আন্দোলন করছেন। ধর্মঘটে অংশ নেয়া ২৬ বছর বয়সী নার্স চেং বলেন, ক্যারি লাম সীমান্ত বন্ধ করে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে আরো মৃত্যু আসবে। আরো মানুষ মারা যাবে। আমরা তো সরকারকে হুমকি দিচ্ছি না। আমরা শুধু এই মহামারি থেকে রক্ষা পেতে চাইছি। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ