Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহযোগিতা পেলে প্রতিবন্ধীরাও উন্নয়নে ভূমিকা রাখতে পারে

একাব্বর হোসেন এমপি

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, সহযোগিতা পেলে আট-দশজনের মতো প্রতিবন্ধীরাও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের বাবু বাজারে অবস্থিত ‘লার্ন অ্যান্ড লিভ’ নামে প্রতিবন্ধীদের স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও থেরাপী দেয়ার সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের সহ-সভাপতি লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, মির্জাপুর থানা ওসি মো. সায়েদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ্ আল মাসুদ রানা, প্রতিবন্ধী শিক্ষার্থী আবু বক্কর প্রমুখ। পরে প্রধান অতিথি ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও থেরাপী প্রদানের সরঞ্জাম প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ