রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরগঞ্জে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া ব্যবসায়ী ১৬ দিনেও উদ্ধার হয়নি। জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের রাধাবল্বপুর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫)। গত ১৮ জানুয়ারি উচাখিলা বাজারে ব্যবসার কাজে যান। প্রতিদিন রাতে বাড়িতে ফিরলেও ওই দিন হেলাল উদ্দিন বাড়িতে ফেরেনি। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। নিখোঁজের বিষয়টি নিয়ে গত ২০ জানুয়ারি ব্যবসায়ীর স্ত্রী মাজেদা খাতুন ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২১ জানুয়ারি রাতে হেলালের বড় ভাই মো. দুলাল মিয়ার মুঠোফোনে একটি নাম্বার থেকে ফোন আসে। ফোনে বলে, তোর ভাই কি হারানো গেছে? তোর ভাইকে আমরা নিয়ে গেছি। ফেরত পেতে হলে ২ লাখ টাকা লাগবে। তখন দুলাল মিয়া এতো টাকা দিতে পারবে না অনুনয় বিনয় করলে এক লাখ টাকায় রফা হয়। টাকা নিয়ে যেতে বলা হয় উচাখিলা-ল²ীগঞ্জ সড়কে। ওই দিন কিছুদূর গিয়ে মুঠোফোনে ওই নম্বরে কল দিয়ে তা বন্ধ পান দুলাল। ওই অবস্থায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ প্রযুক্তির সহায়তায় মঘা গ্রামের নুর ইসলাম ও তার ছেলে আজিজুলকে আটক করে। পুলিশ বলছে, প্রযুক্তির সহায়তায় উদ্ধারে তৎপরতা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।