বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারের দু’পাশে সওজের জায়গায় গড়ে ওঠা অবৈধ প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কতৃপক্ষ। গতকাল রোববার সকাল সাড়ে ১১ টা থেকে ২টা পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকে। অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব মনোয়ারা বেগম।
এসময়ে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিপুল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সড়কের দু’পাশে গড়ে ওঠা প্রায় শতাধিক দোকানপাটসহ নানা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়ক সংযুক্ত করতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ। তিনি বলেন, শুরু হওয়া উচ্ছেদ অভিযান একটানা বিকেল পর্যন্ত চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।