Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫৫ পিএম

বিএনপির ডাকা হরতালকে অযৌক্তিক দাবি করে সভাপতিকে বাদ দিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৭টি হলের নেতাকর্মীরা।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ^বিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মাইনুল হুসাইন রাজন বলেন, ‘বিএনপির ডাকা অবৈধ হরতাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মানেনা।’

এসময় তিনি জাবি ছাত্রলীগের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, ‘গত ছয় মাস যাবৎ সাধারণ সম্পাদক ক্যাম্পাসে নেই। সভাপতিকেও সব সময় পাওয়া যায় না। এভাবে একটি গুরুত্বপূর্ণ ইউনিট চলতে পারে না। তাই আমরা এখন থেকে নতুন এই প্লাটফর্মে কর্মসূচী পালন করবো। আজ আপনাদের উপস্থিতি প্রমাণ করে নতুন প্লাটফর্মে প্রাণ ফিরে পেয়েছে শাখা ছাত্রলীগ।’

বিক্ষোভ মিছিলটির নেতৃত্বে ছিলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, জহিরুল ইসলাম বাবু ও বায়েজিদ রানা কলিংস, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান ও অভিষেক মন্ডল এবং নিলাদ্রী শিখর মজুমদার, ইসমাইল হোসাইন, মাহমুদুল হাসান রিজু প্রমুখ ।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি থেকে নতুন কমিটির দাবিতে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানাকে অবাঞ্চিত ঘোষণা করে বিশ^বিদ্যালয়ের ছেলেদের ৮টি হলের মধ্যে ৭টি হলের নেতাকর্মীরা আলাদাভাবে কর্মসূচী পালন শুরু করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ