Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে মধ্যযুগীয় কায়দায় দোকান পাট ও বসত বাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট আহত ৬, গ্রেফতার ৩

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৪২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মধ্যযুগীয় কায়দায় দোকানপাট-বসত বাড়িতে বর্বরোচিত হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে,উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রবিউল ইসলামের সাথে একই গ্রামের ইউপি সদস্য মোসলিম আলীর ছেলে মোহাম্মদ আলীর দীর্ঘদীন থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার রাত ৮ টার দিকে ছমিরের বাজারে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে রবিউলের কিছু উৎশৃঙ্খল লোক ক্ষীপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইউপি সদস্যের ভাই রমজান আলীর কাপড়, কম্পিউটার, অষুধের দোকানসহ বসত বাড়িতে হামলা চালায়। এতে প্রায় ১২/১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এসময় বাধা দিতে গেলে নারীসহ ৬জন আহত হয়। আহতরা হলেন, শিরিনা, কলিমন, শিমুল, মোস্তা, মাইদুল ও মাসুদ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনার সাথে জড়িত থাকায় ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃতরা হলেন সোহেল প্রামাণিক, শাহিন ও রবিউল। পরে ইউপি সদস্যের ভাই রমজান আলী বাদী হয়ে ১৭ জন নামীয় ও ২০/২২ জনকে অজ্ঞাতনামা আসামী করে রবিবার(২ ফেব্রæয়ারি) থানায় একটি মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান মামলা দায়ের, গ্রেফতার ও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ