Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন নাট্যদল ফ্রাইডের মঞ্চ সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

যাত্রা শুরু করছে নতুন নাট্যদল ফ্রাইডে থিয়েটার। নতুন এ নাট্য সংগঠনটি তাদের প্রযোজনায় মঞ্চে আনছে প্রথম নাটক ফানুস। আগামী মার্চেই এটি মঞ্চের দর্শক দেখতে পারবেন বলে জানিয়েছেন নিকুল কুমার মন্ডল। নাটকটি রচনা, সংলাপ, চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটকটির নিয়মিত মহড়া চলছে। নির্দেশক নিকুল এ নাটককে মঞ্চ সিনেমা বলতে চাচ্ছেন। তিনি বলেন, ফানুস গল্পটা সমসাময়িক সমস্যা ও বাস্তবতার ফিউশনে উপস্থাপিত। মানুষ মানুষকে ক্ষমা করে আবার মালিক যিনি অদৃশ্য ঈশ্বর বা আল্লাহ তিনিও মানুষকে ক্ষমা করেন। কিন্তু প্রকৃতি মানুষকে ক্ষমা করে না। এমনই এক ভাবনাকে আঁকড়ে ধরে এর গল্প। তিনি বলেন, মঞ্চ নাটকের প্রায়োগিক ভাষা কৌশল, উপস্থাপন সবকিছুই আধুনিক মানুষের কাছাকাছি যাবার জন্য যথেষ্ট নয়। কিন্তু আমার চিন্তার দৃশ্যমান উপস্থাপনের জন্য মঞ্চই উত্তম। তাই ফ্রাইডে থিয়েটার নিয়ে চেষ্টা করে যাচ্ছি ফানুস গল্পটি মঞ্চায়নের ক্ষেত্রে আধুনিক সরঞ্জামের বাঙলা, হিন্দি, ইংরেজি নাচ-গান, প্রজেক্টর সবকিছুর সর্বাধিক ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিকভাবে দর্শকের সামনে তুলে ধরতে। সেজন্য আমরা ভাষাগত দিকেও ফানুস গল্পটিকে বলছি মঞ্চ-সিনেমা। আমরা স্বল্প সময়ে সর্বাধিক মানুষের কাছাকাছি যেতে চাই সহজভাবে। ফানুস নাচগানে ভরপুর বাণিজ্যিক ধারার গল্প। মঞ্চে প্রদর্শন হলেও এটি অনুভবে বাণিজ্যিক সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চৈতী চক্রবর্তী। আরও আছেন তারেক, পাইলট, সাকিব, আলি নূর, আপন, শাওন, কাউছার, সোহান, সাগর, রাহাত, জাহিদ, সাগর রেইন, ইতিশা, জীবন, আহমেদ জীবন, এলিন, রাজুসহ অনেকে। এর সঙ্গীত করেছেন শান স্বপন, পোশাকে আছেন ফারজানা এনি, আলোকসজ্জায় তানজিল, রূপসজ্জায় তন্ময়, প্রজেকশনে মোহাম্মদ সাগর, প্রকাশনায় বিজয় খান হাসু, মঞ্চ ব্যবস্থাপনায় সজীব ও প্রযোজনায় ফ্রাইডে থিয়েটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ