Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে মতবিনিময় সভা

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সীতাকুন্ডে আইনশৃঙ্খলা বিষয়ে মডেল থানা প্রসাশনের সাথে বাঁশবাড়ীয়া ইউনিয়ন, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল এ সভা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মেম্বার সেলিম উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আদিল চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) শামীম শেখ, ওসি (ইন্টিলিজেন্ট) সুমন বণিক, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, আ.লীগ নেতা আব্দুল বারেক সওদাগর, আরশেদ মাহমুদ সোহাগ ও আবু তাহের সওদাগর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, যুবলীগ সভাপতি জয়নাল আবেদীন টিটু, সংরক্ষিত মেম্বার লাকি আক্তার, নুরনাহার বেগম, ইউপি সদস্য মো. রাশেদ, মো. হাসান, মো. সেলিম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রথমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হবে। তাই প্রত্যেক গ্রামে গ্রামে কমিটি গঠন করা খুবই জরুরি। যার যার এলাকায় অভিভাবকরা একটু সচেতন হলেই এলাকায় সন্ত্রাস ও বিভিন্ন রকম অপরাধ কমে যাবে। যুবকরা যখন টাকার জন্য মাদক সেবন করতে পারে না, তখন তারা চুরি, ডাকাতিসহ সমাজে অপরাধ মূলক কর্মকাÐে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন বাঁশবাড়ীয়া ইউনিয়নের একটি সুনাম রয়েছে। এ সুনাম ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ